NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

এইচএসসির ফল প্রকাশ বুধবার, জানবেন যেভাবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ এএম

এইচএসসির ফল প্রকাশ বুধবার, জানবেন যেভাবে

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড নিয়ে মোট ১১ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে দুই হাজার ৬৩৯টি কেন্দ্রে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিন সকালে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২-এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল দেখতে পাবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফলাফল দেখা যাবে।

যেভাবে ফলাফল দেখা যাবে

বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। মোবাইলে মেসেজের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC স্পেস Board name (first 3 letters) স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আলিমের ফল পেতে ALIM স্পেস Mad স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। কারিগরির ফলাফল পেতে HSC স্পেস Tec স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

করোনার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করার পাশাপাশি উত্তরের পূর্ণমান কমানো হয়েছে। স্বল্প প্রশ্নের উত্তরের পর তা সমন্বয় করে পূর্ণ নম্বরে রূপান্তরের ব্যবস্থা করা হয়েছে। এইচএসসি ২০২২ সালের পরীক্ষা হয়েছে বাংলা, ইংরেজি, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক ৩ বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়ের ওপর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষার পরিবর্তে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে (পূর্ববর্তী নম্বরের সমন্বয় করে) ফলাফল প্রকাশ করা হচ্ছে।