খবর প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৮:২৮ পিএম
তুরস্ক এবং সিরিয়ায় দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। সোমবার ভোরের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ায় মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান বলেছেন, আজ ভোরের দিকের ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে এক হাজার ১২১ জনে পৌঁছেছে।
এএফএডি মহাপরিচালক অরহান তাতার বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ১২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৭ হাজার ৬৩৪ জন। এছাড়া দেশজুড়ে ২ হাজার ৮৩৪টি ভবন ধসে গেছে।
অন্যদিকে, সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকার কর্তৃপক্ষ ও বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার উদ্ধারকারী গোষ্ঠী দ্য হোয়াইট হেলমেটের পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, দেশটিতে ভয়াবহ এই ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে।
তুরস্কের দক্ষিণের গাজিয়ানতেপ শহরের কাছে ভূমিকম্পের প্রথম আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পর সেখান থেকে ৮০ মাইল দক্ষিণের কাহরামানমারাস প্রদেশে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য নতুন করে আসতে শুরু করেছে। যে কারণে প্রাণহানি ও ভবন ধসে যাওয়ার ঘটনা আরও বাড়তে পারে বলে তুর্কি কর্মকর্তারা ধারণা করছেন।
যদিও দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানার আগেই কাহরামানমারাসে প্রথম ভূমিকম্পে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।