NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

চন্দরপলের ছেলের ডাবল সেঞ্চুরি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ পিএম

>
চন্দরপলের ছেলের ডাবল সেঞ্চুরি

শিবনায়ারণ চন্দরপল। ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, তাদের কাছে নামটি খুব পরিচিত হওয়ারই কথা। টেস্ট ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রানের মালিক তিনি। ১৬৪ টেস্ট খেলে প্রায় ১২ হাজার রান করেছেন। লম্বা ওই ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। সেঞ্চুরি আছে ত্রিশটি। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। সেই চন্দরপলের ছেলে তেজনায়ারণ চন্দরপল এবার বাবার পথে হাঁটছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ওপেনিংয়ে নেমে ২০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন তেজনায়ারণ চন্দরপল। ৪৬৭ বল খরচায় ১৬ চার ও তিন ছক্কায় সাজানো ইনিংস থেকে এমন রান এসেছে তার ব্যাট থেকে। 

সবে তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন। আর তাতেই বাজিমাত। ক্যারিয়ারের প্রথম শতককে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন চন্দরপল জুনিয়র। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। দুই টেস্টে খেলে একটি ফিফটি করতে পেরেছিলেন তিনি। এবার সুযোগ পেয়েই ডাবল সেঞ্চুরি হাঁকালেন। 

এদিকে, তেজনারায়ণের ডাবল সেঞ্চুরির পর চলতি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তার আগে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দলটির ওপেনার ও অধিনায়ক ক্রেগ আরভিন। ১৮২ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।