NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো দেখাবে টি স্পোর্টস


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২২ এএম

>
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো দেখাবে টি স্পোর্টস

অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার জটিলতা কেটেছে। ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট সহ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস। চ্যানেলের প্রধান নির্বাহী ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচগুলো সম্প্রচারের ঘোষণা দিয়ে টি স্পোর্টসের প্রধান নির্বাহী বলেছেন, ‘দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল হওয়ায় দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটা আমলে নিয়েই আমরা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সিরিজের প্রথম টেস্ট দুই ডলারের বিনিময়ে আইসিসি টিভিতে প্রদর্শিত হলেও দ্বিতীয় টেস্ট বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে আইসিসি।

সম্প্রচার জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম টেস্ট দেশের কোনো টিভি চ্যানেলে প্রদর্শিত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পাতায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগের সুযোগ পেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

উইন্ডিজ ক্রিকেট তৃতীয়পক্ষের মাধ্যমে সম্প্রচার স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নেওয়া থেকেই মূলত জটিলতার শুরু। টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) নামক সেই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কোনো চ্যানেলের বনিবনা না হওয়ায় বাংলাদেশের দর্শকরা নির্বিঘ্নে সাকিব-তামিমদের খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। শেষতক সেই জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি ফিরছে দেশের ক্রিকেটানুরাগীদের মধ্যে।