NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নূর-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সানন্দ নিনাদ’ এর মোড়ক উন্মোচন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩২ এএম

নূর-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সানন্দ নিনাদ’ এর মোড়ক উন্মোচন

রশীদ আহমদ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ড. জফির সেতু বলেছেন, কবিতা হচ্ছে অস্ত্র। শক্তিশালী মানুষরাই সেই অস্ত্র ব্যবহার করে কবিতা লেখেন। লেখকরাই অনন্তকাল বেঁচে থাকেন তাদের লিখনির মাধ্যমে। বেদনা থেকেই উৎপত্তি হয় কবিতার। কবিরা আপোষকামী হন না বলেই যুগে যুগে শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। বিভিন্ন সময়ে জেল-জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে কবি ও লেখকদের।

 

প্রবাসে অবস্থান করেও সানন্দ নিনাদ কাব্যগ্রন্থ লেখার জন্য কবি আবদুন নূরকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, যার কাছে মানব প্রেম আছে সেই কবি। কবিতা এবং সাহিত্য মানুষের পরম কাছের বন্ধু, সে কোনদিন ছেড়ে যাবে না, বিরক্ত হবে না, দূরে ঠেলে দেবে না। যার উপর নিজের ক্রোধ তুলে দিতে পারি ইচ্ছে মত! প্রিয় মানুষকে না বলতে পারা আবেগগুলো সাজিয়ে রাখতে পারি কবিতা’র কাছে।

 

তিনি গত ২৫ নভেম্বর শুক্রবার  সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে কবি ও সংগঠক আবদুন নূর-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সানন্দ নিনাদ’ এর মোড়ক উন্মোচন ও সুহৃদ আড্ডা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং বর্তমান যুগ্ম সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাবান ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শামসুদ্দিন।

 

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি আবদুন নূর, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এডভোকেট আলতাফ হোসেন, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, জুড়ি তৈয়বুন্নেছা খানম কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আহমেদ, সিলেট আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা কবি এডভোকেট এমদাদুল হক, মৌলভী বাজার জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরী রিমু, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম পাঠান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহকারী নির্বাচন কর্মকর্তা এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুন্সী ইকবাল, এডভোকেট মো. মাহবুব হোসেন, এডভোকেট মোহিত লাল ধর, সংগঠক আমিনুল ইসলাম দীনেশ, হুমায়ূন কবীর ও সুজন খান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি লিপি খান ও কবি পপি রশিদ।