ঢাকা: শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের সফরে বৃহস্পতিবার কলম্বো সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গে বৈঠক করবেন।