NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

হাথুরুর অনুপ্রেরণায় যেভাবে অভিষেক রাঙিয়েছিলেন মিরাজ


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০২:১৩ এএম

>
হাথুরুর অনুপ্রেরণায় যেভাবে অভিষেক রাঙিয়েছিলেন মিরাজ

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মেহেদী হাসান মিরাজের অভিষেক হয় ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সেসময় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই হাথুরুই আবারও মিরাজদের কোচ হয়ে ফিরছেন বাংলাদেশে। 

সাবেক লঙ্কান এই কোচের ফেরার খবরের দুইদিন পর আজ বৃহস্পতিবার গণমাধ্যমে হাথুরুকে নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছেন মিরাজ।

নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডকে বল হাতে একাই লন্ডভন্ড করে দিয়েছিলেন মিরাজ। তবে শুরুতেই ইংলিশদের উইকেট না ফেলতে পারাই হাথুরু মিরাজকে দিয়েছিলেন অনুপ্রেরণামূলক টোটকা।

মিরাজ বলেন, 'যখন ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানেও উইকেট পড়েনি, তখন আমরা একটু হতাশ ছিলাম। ভাবছিলাম জেতা ম্যাচ হেরে যাচ্ছি। আমি তখন ড্রেসিংরুমে ছিলাম হাথুরু আমাকে বলেছিল, তুমি চাইলে এই ম্যাচটি এখান থেকে জেতাতে পারো। মাত্র একটা উইকেট। সেটা গেলেই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে।'

এছাড়া হাথুরুর ফেরা নিয়ে মিরাজ বলেন, 'হাথুরু সবকিছু জানে এবং বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়কে চেনে। পরিবেশ সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। কোন জায়গায় উন্নতি করতে হবে কোন জায়গা নিয়ে কাজ করতে হবে সেটা জানে।'

হাথুরুই কি সবকিছু ঠিকমতো সামলে নিতে পারবেন? জবাবে মিরাজ বলেন, 'কোনো একজন নতুন কোচ আসলে তার নতুন করে চিন্তা করতে হয়, কিন্তু ওর সেটা করতে হবে না। ও সবাইকে নিয়ে কাজ করেছে এর আগে, তাই ও জানে যে কাকে নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে।'