NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

শেষ ওভারের রোমাঞ্চে জিতল কুমিল্লা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম

>
শেষ ওভারের রোমাঞ্চে জিতল কুমিল্লা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচটা হয়েছে জমজমাট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের ম্যাচে শুরু থেকে শেষ অবধি দুদল লড়েছে সমানে সমান। তবে শেষ হাসিটা হেসেছে ইমরুল কায়েসের কুমিল্লা। টানটান উত্তেজনার ম্যাচে ইয়াসির আলীর খুলনা টাইগার্সকে ৪ রানে হারিয়েছে তারা। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে কুমিল্লা। জবাবে টার্গেট প্রায় ছুঁয়ে ফেলেছিল খুলনা। শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৭ রান। উইকেটে ছিলেন অধিনায়ক ইয়াসির আলী এবং ওয়াহাব রিয়াজ। দুজনে মিলে ১২ রানের বেশি নিতে পারেননি। তাতে ১৬১ রানে থামে খুলনার ইনিংস। 

প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন কুমিল্লার দুই ওপেনার। ক্রিজে থিতু হওয়ার সাথে সাথে রানের চাকা বাড়াতে থাকেন লিটন-রিজওয়ান। অর্ধশতক তুলে আর ক্রিজে টিকতে পারেননি লিটন। নাহিদুলের বলে ৫০ রানে বিদায় নেন এই ওপেনার।

তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার।

শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে তামিম ইকবালের উইকেট হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে শাই হোপকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন অ্যান্ড্রু ব্যালবার্নি। ৩১ বলে ৩৮ রান করে ফেরেন ব্যালবার্নি। চার নম্বরে নেমে ঝড় তোলেন মাহমুদুল হাসান জয়। তরুণ উদীয়মান এ ক্রিকেটার ১৩ বলে করেন ২৬ রান। 

জয়ের বিদায়ের পর দ্রুত ফেরেন আজম খান। সাইফউদ্দিন ফিরেছেন মুস্তাফিজের বলে ক্যাচ হয়ে। শেষদিকে ইয়াসির আলী লড়েন একাই। তবে ১৯ বলে তার ৩০ রান শুধু ব্যবধানই কমিয়েছে। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এখন কুমিল্লা।