খবর প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৭ এএম
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বৈশাখী টিভি। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে বৈশাখী টিভি টাইব্রেকারে ৪-২ গোলে চ্যানেল আইকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বৈশাখী।
এবারের টুর্নামেন্টে ৩২ টি মিডিয়া হাউজ অংশ নিয়েছিল। পাচ দিন ব্যাপী চলা টুর্নামেন্ট আজ সমাপ্ত হয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোঃ আসলাম প্রধান অতিথি হিসেবে ফাইনালে ট্রফি প্রদান করেন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ারের হেড অফ মার্কেটিং জেসমিন জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন বৈশাখী টিভি ট্রফি, মেডেল ছাড়া আর্থিক ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে।
আজ সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। চ্যানেল আই ১-০ গোলে ডিবিসিকে এবং বৈশাখী টিভি ৩-০ গোলে কালবেলাকে পরাজিত করে।