NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo
ইউএনএ-কে নাসির আলী খান পল

তিনজনকে পথমেলায় মরনত্তোর সম্মাণনা জানানো হবে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১৪ এএম

তিনজনকে পথমেলায় মরনত্তোর সম্মাণনা জানানো হবে

নিউইয়র্ক: আগামী ২৯ মে রোববার অনুষ্ঠিতব্য জ্যামাইকা-বাংলাদেশ পথমেলায় নিউইয়র্কের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে মরনত্তোর সম্মাণনা জানানো হবে। কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদেরকে এই সম্মাণনা দেয়া হবে। এরা হলেন বাংলাদেশ সোসাইটি সভাপতি মরহুম কামাল আহমেদ, খানস টিউটোরিয়াল-এর প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবীদ মরহুম ড. মনসুর খান ও বিশিষ্ট ব্যবসায়ী, মান্নান বেকারী, গ্রোসারী ও সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা, জেবিবিএ’র সাবেক সভাপতি মরহুম সাঈদ রহমান মান্নান। মেলার আহ্বায়ক নাসির আলী খান পল ইউএনএ প্রতিনিধি-কে এই তথ্য জানান। উল্লেখ্য, বাংলাদেশী অধ্যুষিত জামাইকার ১৬৫-৬৫ ৮৪ এভিনিউ এলাকায় (টমাস এডিশন হাই স্কুলের সামনে) দিনভর এই মেলা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র। 
নাসির আলী খান বলেন বলেন, বাংলাদেশের অসহায় পথশিশুদের সাহাযার্থে নবগঠিত জ্যামাইকা বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন এই মেলার আয়োজন করছে। মূলত: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ১২ থেকে ১৫ হাজার দর্শক আশা করছেন পল খান। তিনি জানান, আনুমানিক ৫০ হাজার ডলার বাজেটের এই মেলা থেকে উদ্বৃত্ত অর্থ বাংলাদেশের পথমিশুদের সাহয্যের জান্য পাঠানো হবে। এজন্য দেশের পথশিশুদের জন্য কাজ করছে এমন  তিনটি সংগঠন/প্রতিষ্ঠানের সাথে কথাও হয়েছে। তিনি বলেন, মেলায় আগত ১৫ হাজার লোক যদি অন্তত এক ডলার করেও ডোনেশন দেয় তাহলে ১৫ হাজার ডলার আয় হবে। আর ১৫ হাজার ডলার যদি বাংলাদেশী টাকায় এক ডলার সমানে ৮৫ টাকা ধরা হয় তাহলে ১২ লাখ ৭৫ হাজার টাকা সাহায্য করা সম্ভব। 
তিনি বলেন, মেলায় বাংলাদেশের জনপ্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্র নাথ রায়, অপর জনপ্রিয় শিল্পী শিল্পী কনক চাঁপা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। বেচা-কেনার জন্য মেলায় থাকবে রকমারী স্টল। মেলা সফল করতে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। 
নাসির আলী খান বলেন বলেন, মেলাটি সফল করতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিনিয়র নির্বাহী যুগ্ম আহ্বায়ক এবিএম ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক বিলাল আহমেদ চৌধুরী ও আহসান হাবীব, সদস্য সচিব লায়ন আহসান হাবীব, প্রধান সমন্বয়কারী রিজু মোহাম্মদ, সমন্বয়কারী আমিনুল ইসলাম চুন্ন, জে মোল্লা সানি, মজিদ আকন্দ ও ফারজানা হক, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আক্তার বাবুল, মুসা মানিক, মহর খান ও তামান্না হাসিনা। 
কমিটির উপদেষ্টামন্ডলীতে রয়েছেন: মোর্শেদ আলম, মাফ মেসবাহ উদ্দিন, আওয়াল সিদ্দিকী, ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, সৌদ চৌধুরী, মনজুর আহমেদ চৌধুরী, রেজাউল করীম চৌধুরী, মনির হোসেন, ফখরুল ইসলাম দেলোয়ার, তৈয়বুর রহমান হারুন, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাবুল, এবিএম সালাহউদ্দিন আহমেদ, এএফ মিসবাহউজ্জিামান, ইফজাল চৌধুরী, ডা. নার্গিস রহমান, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ফিরোজ, আফরোজা রোজী ও হারুন খান।