খবর প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৪ এএম
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল আগামীকাল বুধবার। বৈশাখী টিভি দৈনিক কালবেলার এবং ডিবিসি-চ্যানেল আইয়ের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। দুই সেমিফাইনাল বিজয়ী এক ঘন্টা বিরতির পর ফাইনাল খেলবে।
আজ মঙ্গলবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে চ্যানেল আই। ৩-১ গোলে তারা জাগোনিউজকে হারিয়েছে। চ্যানেল আইয়ের আনোয়ার ম্যাচ সেরা হয়েছেন।
কালবেলা ও ডিবিসি উভয় ২-০ গোলে আরটিভি এবং ডেইলি স্টারকে পরাজিত করে। কালবেলার শহীদ এবং ডিবিসির শরীফ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে বৈশাখী টিভি ১-০ গোলে বাংলা ট্রিবিউনকে হারায়। একমাত্র জয়সূচক গোলদাতা জাহিদ ম্যাচ সেরা হয়েছেন।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আব্দুল গাফফার ও বিএসজেএ’র সদস্যরা ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন।