NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

সাকিব বন্দনায় ফাহিম-রাজিন


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ এএম

>
সাকিব বন্দনায় ফাহিম-রাজিন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) উড়ছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে নাজমুল আবেদিন ফাহিমের শিষ্যরা। বরিশালের মতো উড়ছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানও। ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স করছেন সাকিব। আসরে ৬ ম্যাচের মধ্যে ৫ ইনিংস খেলে ২৭৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার প্রথমের নামটাই সাকিব।

গতকাল শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে বরিশাল। এদিনও সাকিব ব্যাট হাতে করেছেন ৩০ রান। সাকিবের এমন পারফর্মম্যান্সের রহস্য জানতে চাওয়া হয় তার গুরু এবং বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। জবাবে ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘অবশ্যই, সাকিব যে ভালো খেলছে এটা তো বলার অবকাশ রাখে না। সবাই দেখছে সে কেমন খেলছে।’

এর আগে গতকাল সংবাদ সম্মেলনে কোচ ফাহিম জানিয়েছিলেন তার মতে ব্যাটিংয়ে এটাই সাকিবের সেরা সময়, ‘আমি যেটা বললাম ও এখন পিকে আছে। ও উপভোগ করছে খেলাটা, ভীষণ উপভোগ করছে। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ও এভাবে খেলুক। সামনে আমাদের বড় বড় টুর্নামেন্ট আছে। বিশ্বকাপ আছে। উই নিড হিম। টুর্নামেন্ট শুরুর আগে এক রকম ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু পর একজন খেলোয়াড় যখন পারফর্ম করে ওটাই তার অনুশীলন। আমি আজকেও সেটা নিয়ে আলাপ করছিলাম ওর সঙ্গে।’

সাকিবের ক্যারিয়ার দেড় যুগের বেশি সময়। সে কারণেই তার সব মুখস্থ কখন কী করতে হবে। ফাহিমের মতে, ‘একজন খেলোয়াড় ১৫ বছর ধরে খেলে আসছে, খেলাটা তার কিন্তু মুখস্ত। আজকেও দেখেছি কিন্তু একটা বল করেছে ওয়ার্মআপ করার সময়, স্রেফ একটা বল। তারপর বুঝেছি আমি ঠিকাছি। ও শক্তি সঞ্চয় করে। ওর অ্যাওয়ারনেসটা দুর্দান্ত। খুব লক্ষ্য করে সব কিছু। ও বোধহয় এই সেই করে বেড়াচ্ছে। ওর বোলিং চেঞ্জ, ফিল্ডিং চেঞ্জ। কোন ব্যাটার কখন যাবে স্পট অন।’

এদিকে সাকিবের ব্যাটিং নিয়ে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ ঢাকা পোস্টকে বলেছেন, ‘সাকিব আল হাসান গতবছরও সে ভালো খেলেছে। কিন্তু এবার আরো ভালো খেলছে। সাকিব সবসময় বিপিএলের জন্য পারফর্মার ক্রিকেটার। এবার তো ভয়ংকর রূপেই খেলছে। দেখেন বিপিএলে সাকিব সবসময় অ্যাট্যাকিং মুডেই খেলে। তবে এবারের আসরে সফল হচ্ছে বেশি।  এবারের আসরে সাকিব আসলেই ভিন্নরকম খেলছে এটা সত্যি। ওর ছয় মারা দেখেন, ব্যাট সুইং দেখেন, সবকিছুই ভিন্নতা রয়েছে।’

সাকিবের পারফর্মম্যান্সে খুশি বরিশালের মালিক মিজানুর রহমানও। গতকাল ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচ জয়ের পর সে উচ্ছ্বাসই পাওয়া যায় তার কন্ঠে। এছাড়া সাকিবের ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্বগুণেও দারুণ খুশি বরিশালের এই মালিক। এখন তার চাওয়া একটাই অধরা ট্রফি।  

ঢাকা পোস্টকে বরিশালের এই মালিক বলছিলেন, ‘অবশ্যই অবশ্যই এত সুন্দর খেলছে সাকিব। আশা করি দলকে সে সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে সেভাবেই বরিশালকে সে চ্যাম্পিয়ন করে ট্রফি উপহার দিতে পারবে। ব্যাটিংয়ে যেটা আশা করছিলাম তার থেকে বেশি পাচ্ছি। বোলিংয়েও ভালো করছে, সবচেয়ে বড় কথা বিশেষ করে অধিনায়কত্ব দারুণ করছে। আমরা টিম ম্যানেজমেন্ট সবমিলিয়ে দারুণ খুশি।’