NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

সৌদিতে পৌঁছেছেন মেসি-এমবাপেরা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৪ এএম

>
সৌদিতে পৌঁছেছেন মেসি-এমবাপেরা

২০৩০ বিশ্বকাপ নিজেদের মাটিতে আয়োজনের জন্য উঠেপড়ে লেগেছে সৌদি আরব। যৌথভাবে পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে বিডিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে আরব দেশটির। গুঞ্জন উঠেছে, সৌদি ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এবং দেশটির ফুটবলের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে পিএসজির সঙ্গে সে দেশের ক্লাবগুলোর অল স্টারদের ম্যাচটি আয়োজন করছে সৌদি আরব।

আগামীকাল রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ম্যাচ। এ ম্যাচের মধ্যদিয়ে বহুদিন পর আবারও লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ পাবে ফুটবল বিশ্ব। ম্যাচটি খেলতে ইতোমধ্যে প্যারিস থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন মেসি-এমবাপে-নেইমাররা। 

অল স্টারদের বিপক্ষে মাঠে নামতে বুধবার সৌদি আরবের দোহায় পৌঁছেছে পিএসজি। নিজেদের অফিশিয়াল ফেসবুকে একটি ভিডিও  শেয়ার করে বিষয়টি জানিয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ম্যাচকে সামনে রেখে দোহাতেই অনুশীলন করবে ক্লাবটি। এরপর সেখান থেকেই 
ভেন্যুর উদ্দেশ্যে রিয়াদে উড়াল দিবে মেসি-নেইমাররা।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকেই ভেবে নিয়েছিল, সিআর সেভেনের এই দলবদলে ক্লাব ফুটবলে আর দেখা যাবে না মেসি ও রোনালদো লড়াই। তবে সেই ভাবনাকে গুড়িয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই মহাতারকা। আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ।

অপরদিকে দুই মহাতারকার লড়াইকে ঘিরে ম্যাচের টিকিট নিয়ে রীতিমত তোলপাড় অবস্থা। বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই দুই তারকার দ্বৈরথের ম্যাচের টিকিট মূল্য প্রথম দিকে নির্ধারিত ছিল ২.৫ লাখ ইউরো। যা নিলাম প্রক্রিয়ার অধীনে ছিল। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা।