NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনের বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৫ এএম

>
চীনের বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

নানা আয়োজনে চীনের হুনান প্রদেশের ছাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থী সুমাইয়া আক্তার শোভা ও চীনা শিক্ষার্থী মোওয়াপেলে কং চেংয়ের যৌথ সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়টির ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এপার্টমেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চীনের নতুন বছরকেও স্বাগত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কলেজের শিক্ষক ওয়াং হুইহুই, ওয়াং লু, ঝাং লুসহ প্রমুখ।

বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানে ছিল চীনা ঐতিহাসিক পোশাক হানফু শো, সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য, কুংফু শোসহ আন্তঃসাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ।

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, ভিয়েতনাম, সৌদি আরবসহ অন্যান্য দেশের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। বাংলাদেশি শিক্ষার্থীরা অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।