NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৭:১৯ এএম

>
থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছে। ওমানে চলমান এই টুর্নামেন্টের সেমিফাইনালে আজ থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আগামীকাল শিরোপার জন্য খেলবে কোচ মামুনুর রশীদের শিষ্যরা। এই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে যুব এশিয়া কাপ নিশ্চিত করেছে।  

গ্রুপপর্বে বাংলাদেশ বেশ দাপটের সঙ্গেই প্রতিটি ম্যাচ জিতেছে। সেমিফাইনালে জয় তুলে নিতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। থাইল্যান্ড বাংলাদেশকে গোলশূন্য রেখেছিল তিন কোয়ার্টার।

বাংলাদেশের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৭ মিনিট পর্যন্ত। মোঃ জীবন ফিল্ড গোল থেকে বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা আনার চেষ্টা করে থাইল্যান্ড। কিন্তু লাভ হয়নি, উল্টো ৮ মিনিট পর আবার পিছিয়ে পড়ে। মোঃ হোসেনের পেনাল্টি কর্ণার থেকে করা গোলে বাংলাদেশ খানিকটা হাফ ছেড়ে বাঁচে। 

হকিতে খুব দ্রুততম সময়ে দুই গোল পরিশোধের সম্ভাবনা থাকে। তাই কোচ মামুনুর রশীদ ম্যাচের বাকি সময় আক্রমণাত্মক খেলিয়ে গোলের চেষ্টা অব্যাহত রাখেন। ৫৭ মিনিটে মোঃ হাসান ফিল্ড গোল করলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়।

কিছুক্ষণ পর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও উজবেকিস্তান। এই ম্যাচে স্বাগতিক ওমানই ফেভারিট। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় শিরোপার জন্য নামবে লাল-সবুজের দল।