NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নায়কদের চক্রান্তেই ক্যারিয়ার শেষ জনি লিভারের!


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৫:০৭ এএম

>
নায়কদের চক্রান্তেই ক্যারিয়ার শেষ জনি লিভারের!

অভিনয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন বলিউড অভিনেতা জনি লিভার। তার কমিক সিনে হেসে কুটিকুটি খান দর্শক। ক্যারিয়ারের শুরু থেকেই সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে সমানতালে অভিনয় চালিয়ে গেছেন। সম্প্রতি তার ছবির নায়কদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন এই অভিনেতা। জানালেন, নিরাপত্তাহীনতায় ভুগত নায়করা, কেটে ফেলা হতো তার ছবির দৃশ্য।

একটা সময় বছরে এক ডজনেরও বেশি ছবিতে কাজ করতেন জনি লিভার। কিন্তু বর্তমানে বছরে দু-একটার বেশি ছবিতে দেখা যায় না তাকে। সম্প্রতি রোহিত শেঠির ‘সাকার্স’ ছবিতে দেখা গিয়েছে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও জনি লিভারের অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। ‘বাজিগর’ ছবির ‘বাবুলাল’-এর আক্ষেপ, ‘সেইসময় পরিচালকেরা আমরা ওপর ভরসা করত। অনেক দৃশ্যে নিজের মতো করে অভিনয় করেছি। যা কমেডি দৃশ্যগুলোকে আরও সুন্দর করে তুলত।’

কমেডি ছবির বাজার এখন আর আগের মতো নেই এমনটা মেনে নিয়ে, সরাসরি হিরোদের দিকে নিশানা করেছেন জনি লিভার। তার অভিযোগ, ‘কখনও কখনও হিরোরা ভয় পেত। এর জেরে আমার দৃশ্যে কাঁচি চালানো হতো। আমার সিন থেকে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগত। এমনকি লেখকদের বলত ওদের কমেডি দৃশ্য যেন দেওয়া হয়। এরপর কমেডি দৃশ্যগুলো লেখকরা ভাগ করে দিতে শুরু করল। এরপর ধীরে ধীরে আমার চরিত্রগুলো ছোট হতে শুরু করল। আজ তো কমেডিই আর নেই ছবিতে।’

উল্লেখ্য, আশির দশকে ‘তুম পার হাম কুরবান’ ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু করেন জনি লিভার। সেরা কৌতুকাভিনেতা হিসেবে ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মস্তানা’ ছবির জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ছবিতে কাজ কমলেও জনি লিভারের অনুরাগীর সংখ্যা কিন্তু মোটেও কমেনি।