NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বেলজিয়ামের কোচ পদে নিয়োগ, আবেদন লিংকড ইনে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫০ পিএম

>
বেলজিয়ামের কোচ পদে নিয়োগ, আবেদন লিংকড ইনে

বিশ্বকাপের পর বেলজিয়াম দলে কোচ রবার্তো মার্টিনেজের অধ্যায় শেষ হয়ে গেছে। দলের কোচের পদটা আপাতত ফাঁকাই পড়ে আছে। সেই শূন্যস্থান পূরণে অদ্ভুত এক কাজই করে বসেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির কোচ হতে হলে আবেদনটা করতে হবে লিংকড ইনে।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বেলজিয়াম। অথচ প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল তাদের। এমন ব্যর্থতার পর দলটির দীর্ঘ দিনের কোচ রবার্তো মার্টিনেজ নিজের পদটা ছেড়ে দেন। এরপর থেকে তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি দেশটির ফেডারেশন।

এবার সে পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। জানিয়েছে লিংকড ইনে আবেদন করার বিষয়টি। সেখানে বলা হয়েছে, ‘খুবই উচ্চাভিলাষী’ একজন কোচ চায় ফেডারেশন, যার ‘আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞতা আছে, যার জ্ঞান ও কৌশলগত ধারণা আছে, সঠিক দক্ষতাও থাকতে হবে তার।’

লিংকড ইনে চাকরির বিবরণে বলা হয়েছে, আমাদের একজন সিরিয়াল উইনার চাই, যার বিশ্বসেরা খেলোয়াড়দের কোচিং করানোর অভিজ্ঞতা আছে। নতুন ফেডারেল কোচকে জানতে হবে কীভাবে একটা পোক্ত গ্রুপ তৈরিতে মনোযোগ দিতে হয় আর কী করে তরুণ খেলোয়াড়দের একত্রিত করতে হয়। তাকে হতে হবে একজন কৌশলগত বিশেষজ্ঞ যিনি বিভিন্ন তথ্য, প্রযুক্তি এবং উদ্দেশ্যমূলক প্যারামিটারের উপর তার পছন্দগুলিকে ভিত্তি করে এবং ফেডারেশনের অভিজ্ঞতা এবং ক্রীড়া কাঠামো ব্যবহার করেন। তিনি জানেন কিভাবে বিশ্ব-বিখ্যাত প্রতিযোগিতায় ট্রফি জিততে হয়।

পছন্দের কোচের একটা তালিকা তৈরির পর সবার সঙ্গে যোগাযোগ করে একজনকে দায়িত্ব দেওয়া, বিশ্ব ফুটবলে সাধারণত এমনটাই দেখা যায়। কিন্তু বেলজিয়াম এবার সে পথে হাঁটেনি। লিংকড ইনে বিজ্ঞপ্তি দেওয়ার ফলে তাদের এখন এমন লোকদের কাছ থেকে হাজার হাজার আবেদন পাওয়ার সম্ভাবনা আছে, যারা হয় চাকরির বিষয়ে খুব বেশি সিরিয়াস নন, অযোগ্যদের আবেদন পাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।