খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেতস্ক অঞ্চল থেকে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অ্যান্ড্রু বাগশো (৪৮) এবং ক্রিস্টোফার প্যারি (২৮) ইউক্রেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সর্বশেষ তাদের সোলেদার শহরে যেতে দেখা যায়। সেখানে রুশ ও ইউক্রেনের সেনারা যুদ্ধ করছে। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
ইউক্রেনীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইউক্রেনে নিখোঁজ হওয়া দুই ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করছে।
ক্রিস্টোফার প্যারি কর্নওয়াল থেকে স্বেচ্ছাসেবী কাজ করার জন্য ইউক্রেন ভ্রমণ করেন। সম্প্রতি পূর্ব দোনবাস অঞ্চলে লোকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন তিনি। তবে প্যারি তার অনলাইন পেজে যানবাহন মেরামত, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য জ্বালানি ও সরঞ্জাম কেনা এবং যুদ্ধের প্রথম সারিতে পালিয়ে আসা শিশুদের এবং পরিবারগুলোকে সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের কথা লিখেছিলেন।
অন্যদিকে, বাগশোর বাবা মা নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। ৪৮ বছর বয়সী এই ব্যক্তি সেখানেই বসবাস করতেন ।