NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

প্রথম ম্যাচে হেরে নিজেদের ‘আর্জেন্টিনা’ ভাবছে চট্টগ্রাম


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:৩৭ পিএম

>
প্রথম ম্যাচে হেরে নিজেদের ‘আর্জেন্টিনা’ ভাবছে চট্টগ্রাম

সর্বশেষ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে অপ্রত্যাশিতভাবে হেরেছিল আর্জেন্টিনা। এরপর সেই আর্জেন্টিনাই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। টুর্নামেন্টে আর একটি ম্যাচও না হারার পাশাপাশি ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের তৃতীয় শিরোপা জেতে লিওনেল মেসির দল। এমন ইতিহাস গড়া দলের সঙ্গে এবার নিজেদের তুলনা করছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। ম্যাচে মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমদের অভিজ্ঞ সিলেট দলের বিপক্ষে একদম পাত্তাই পায়নি তারুণ্যনির্ভর চট্টগ্রাম দল। ব্যাট ও বল হাতে রীতিমতো দাপট দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি-মুশফিকদের দল।

এমন বড় হারের পর নিজেদের এখন আর্জেন্টিনা দলের সঙ্গে তুলনা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার উদ্বোধনী ম্যাচে হারের পর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পোস্টে তারা লিখেছে, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’

তবে এমন পোস্ট দিয়ে সমালোচনার মুখেও পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অনেক ক্রিকেট ভক্তই নেতিবাচক মন্তব্য করেছেন পোস্টে। মোবারক ইসলাম নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি এটাকে পার্সোনাল কিংবা কোনো ফ্যান পেইজ মনে করেছেন। দলটা বরাবরের মতো যাচ্ছেতাই। গতবার তবু উইল জ্যাকস আর মৃত্যুঞ্জয় বাঁচিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় গতবারে ওয়ান অফ দ্যা বেস্ট ছিল, এবার সেটারও বাজে অবস্থা। কি দরকার ছিল এতো জোর করে বিপিএলে খেলার।’