NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৫, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

হার্দিক বললেন যতক্ষণ হাসছেন, কোনো চিন্তা নেই


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:৩৫ এএম

>
হার্দিক বললেন যতক্ষণ হাসছেন, কোনো চিন্তা নেই

অনেকেই ভেবেছিলেন হার্দিক পান্ডিয়া হয়তো আবার চোট পেয়েছেন। কিন্ত ম্যাচ শেষে তিনি স্বীকার করে নিলেন যে ভয় পাইয়ে দেওয়াটা তার স্বভাব। সবাইকে আশ্বস্ত করে হার্দিক জানিয়েছেন, তিনি যতক্ষণ হাসছেন, কোনো চিন্তা নেই।  

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পরে ভারত অধিনায়ক বলেন, সবাইকে ভয় পাইয়ে দেওয়াটা দেখছি আমার স্বভাব হয়ে গেছে। কিন্তু চিন্তা নেই, যতক্ষণ আমার মুখে হাসি লেগে রয়েছে, জানবেন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। 

ম্যাচের সময় সমস্যা কী হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, কিছুই না। কাল রাত্রে ঘুম হয়নি ঠিক মতো। পানি কম খাওয়া হয়েছে। তাই হয়তো একটু টান ধরেছিল।

অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন শিবম মাভি। তার প্রসঙ্গে হার্দিক বলেন, ওকে আইপিএলের সময় থেকে দেখছি। বেশ ভালো বল করেছে আইপিএলে। জানি ও কী করতে পারে। তাই ওকে বলে দিয়েছিলাম, নিজের ক্ষমতা অনুযায়ী বল করে যেতে। বুঝিয়ে দিয়েছিলাম, যদি মার খেয়ে যায়, তবু ওর সঙ্গে আছি।