খবর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ পিএম
২১-২৬ জুন ফ্রান্সের প্যারিসে ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-৩’ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়বেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। এই বিশ্বকাপে বাংলাদেশ শুধুমাত্র রিকার্ভ ইভেন্টে অংশ নেবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে এবার বাংলাদেশ কন্টিনজেন্ট ১০ সদস্যের।
আগামীকাল রোববার বিকেলে ইতিহাদ এয়ারওয়েজে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আরচ্যারী দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, এবং রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মহিলা দলগত ও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের আরচ্যাররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। গত দুই মাসের মধ্যে ততোধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
প্যারিসগামী বাংলাদেশ দল-
মো: রশিদুজ্জামান সেরনিয়াবাত-টিম ম্যানেজার, রুবাইয়াত আহমেদ-স্পন্সর প্রতিনিধি, মার্টিন ফ্রেডারিক-প্রশিক্ষক।
রিকার্ভ পুরুষ: মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ ও মো: সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।