NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মীরজাদী সেব্রিনা সুস্থ, দেশে ফিরছেন আজ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০১:২১ এএম

মীরজাদী সেব্রিনা সুস্থ, দেশে ফিরছেন আজ

ঢাকা: সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ কথা জানানো হয়।

আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

ওই হাসপাতালে তাকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

 

মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি সুস্থ হয়েই দেশে ফিরছেন। দেশে ফিরেই তিনি কাজে যোগ দেবেন না, কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি কর্মস্থলে কাজে যোগ দেবেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে তিনি কাজ শুরু করবেন।

মীরজাদী সেব্রিনা একজন রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। ২০২০ সালের ১৩ আগস্ট তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের বর্ধিত চাকরির মেয়াদও শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কে হতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।