NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৯ এএম

>
বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি

নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণের লক্ষ্যে প্রয়োজনীয় ঔষধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান।

সচিব জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ডিএসসিসির অঞ্চল-৪ এর ভেটেরিনারি পরিদর্শককে সদস্য সচিব এবং অঞ্চল-১ এর ভেটেরিনারি কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে। গঠিত কমিটি এই কাজের জন্য প্রয়োজনীয় ঔষধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের কার্যক্রম গ্রহণ করবেন।