NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

আন্তর্জাতিক ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১২:৫১ এএম

>
আন্তর্জাতিক ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষদের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপের প্রথম ম্যাচের প্রথম সেটে (২৬-২৪), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-২১) এত পয়েন্টে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।  

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা, এমপি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী সহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নেপাল, কিরগিজস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহন করছে। আজকের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান ও শ্রীলংকা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ম্যাচ সেরার পুরস্কার আল আমিনের হাতে তুলে দেন।