NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ক্যাটরিনাকে কেন হেমা মালিনীর সঙ্গে তুলনা করলেন ভিকি?


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ পিএম

>
ক্যাটরিনাকে কেন হেমা মালিনীর সঙ্গে তুলনা করলেন ভিকি?

বিয়ের এক বছর পার করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ২০১৯ এর আগে ভিকিকে চিনতেনও না ক্যাট। তবে তার আগে থেকেই ক্যাটরিনার অনুরাগী ছিলেন ভিকি। এখনও সেই ঘোরেই রয়েছেন অভিনেতা। বিয়ের পর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ক্যাটের প্রতি ভিকি তার গুণমুগ্ধতার কথা জানিয়েছেন। এবার তিনি স্ত্রী ক্যাটরিনার সঙ্গে তুলনা টানলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর। 

ভিকির মতে, আন্তর্জাতিক মঞ্চে যে ক’জন তারকা ভারতের প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্যে ক্যাটরিনা অন্যতম মুখ। ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী এক সময় সেই মুখ ছিলেন বলে মত অভিনেতার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, বলিউড কিছু হাতেগোনা তারকার কারণে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছে। অভিনেতার কথায়, অমিতাভ বচ্চন এমন একজন, যাকে বিশ্ব চেনে ভারতের আইকন হিসেবে। ক্যাটরিনা নিজের কাজের মাধ্যমে আজ সেই জায়গা অর্জন করেছেন। এক সময় হেমা মালিনীও ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে।

ক্যটরিনার সাফল্যের খতিয়ান তুলে ধরে ভিকি বলেন, ‘ও এখন ক্যারিয়ারের যে উচ্চতায় রয়েছে, সেখানে পৌঁছনো খুব একটা সহজ কাজ নয়। এই জায়গা পাওয়াটা খুব কঠিন। আজ ও যে জায়গায়, তার পেছনে রয়েছে ওর অক্লান্ত পরিশ্রম। ওর ধারে কাছে পৌঁছাতে আমার এখনও অনেকটা পথ বাকি।’