NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

অভিনয় ছাড়লে যে পেশায় জড়াবেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
অভিনয় ছাড়লে যে পেশায় জড়াবেন শাহরুখ

একটানা ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি তার অভিনীত ‘পাঠান’ ছবির একটি গান মুক্তি পেয়েছে, আর তাতেই হইচই পড়ে গেছে তার ভক্তদের মধ্যে। তবে এ ছবিকে কেন্দ্র করে হচ্ছে হাজার বিতর্ক। ‘পাঠান’ নিষিদ্ধ করার পক্ষে আওয়াজ তুলেছেন হিন্দুত্ববাদী নেতাদের একাংশ। যখন তার ছবিকে কেন্দ্র করে এ অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক তখনই কাতারে নিজের বিকল্প পেশার কথা জানালেন তিনি।

সম্প্রতি কাতারে বিশ্বকাপের মঞ্চে দেখা গেছে শাহরুখকে। তার আসন্ন ছবি ‘পাঠান’-এর প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি। এমনকি ক্রিকেটার রবিন উথাপ্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় ছাড়লে তার বিকল্প পেশা কী হতে পারে, সে কথা জানান তিনি। শাহরুখ বলেন, ‘‘অভিনয় না করলে বেশ কিছু ব্যবসার পরিকল্পনা রয়েছে। যেমন ‘পাঠান ক্যাটারিং’, ‘বাজিগর বেকারি’ অথবা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মিষ্টির দোকান’।’’ যদিও সব কথাই বলেছেন নিছক মজার ছলে।

শেষবারের মতো শাহরুখকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। তবে বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়ে এ ছবিটি। অবশেষে ৪ বছরের লম্বা বিরতির পর বলিউডে ফিরেছেন ‘পাঠান’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামসহ অনেককেই।

সম্প্রতি ভারতের ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। সেখানে তার বক্তব্যে সিনেমার ওপর সামাজিকমাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি ‘পাঠান’ ছবিটি নিষিদ্ধ করার পক্ষে যারা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন, তাদের উদ্দেশে শাহরুখ বললেন, ‘‘সামাজিকমাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস, সিনেমা এর থেকে অনেক বড় এবং সব কিছুর ঊর্ধ্বে। যা নিজের মতো টিকে থাকবে।’’ শুধু তাই নয় ‘পাঠান’ যে আসলে দেশপ্রেমের ছবি, সে কথাও জানান এসআরকে।