NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিঙ্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম

সিঙ্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’। এই বিষয়কে সামনে রেখে দিবসটি উপলক্ষে আজ দুপুরে হাইকমিশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে প্রদত্ত বিশিষ্টজনের বাণীসমূহ পাঠ করে শুনানো হয়। পরে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট কোম্পানী ও এজেন্সি, ডরমেটরি এসোসিয়েশস সিঙ্গাপুর লিমিটেড, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, বিভিন্ন ব্যাংকের একচেঞ্জ হাউজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ডরমেটরি থেকে আগত উল্লেখযোগ্যসংখ্যাক বাংলাদেশি অভিবাসী কর্মী অংশগ্রহণ করেন। 

সিঙ্গাপুরে নিযুক্ত  হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান, নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি এ বিষয়ে নিয়োগকর্তা, কর্মী প্রেরণকারী ও কর্মীর দায়িত্ব এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন। সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে কার্যকরী ভূমিক রাখতে তিনি সংশ্লিষ্ট সকলকে অবগত করে বলেন, শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসীকর্মীভাইদের স্বার্থসংরক্ষণে  বাংলাদেশ হাইকমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণে  আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের ক্ষেত্রে তিনি বর্তমান কার্যকরী বিষয়সমূহকে আরো যুগোপযোগী ও নিয়মতান্ত্রিককরণ, কর্মী ভাইয়ের বৈধপথে রেমিট্যান্স প্রেরণ সহজীকরণ,  কর্মক্ষেত্রে ঝুঁকি নিরসনসহ অন্যান্য কর্মীবান্ধব নীতিমালা প্রনয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

 

সভায় অভিবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব, করণীয় এবং বর্জনীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।