খবর প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৮ এএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশে অবস্থান করায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক জামান মোক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা সম্পাদক তুহিনা জামান, সদস্য ফারুক ফরাজী, সাইফুল হাওলাদার, মো. আলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়না আহমেদ, ভারপ্রাপ্ত সভানেত্রী উম্মেহানি চৌধুরী রোম, মহানগরের সহ-সভাপতি শাহ জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইতালি যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান সমাজ কল্যাণ সম্পাদক মহি তফদার, দপ্তর সম্পাদক সোহেল বক্সীসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধুসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজয়ের এই দিন কেক কেটে উদযাপন করা হয়। এসময় স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।