খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম
সিডনিতে অস্ট্রেলিয়ার EWUian সিডনি অ্যালামনাই গ্রুপ গত ৪ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের বার্ষিক পিকনিকের আয়োজন করে।
ব্ল্যাকটাউনের বুঙ্গারিবি পার্কে রৌদ্রোজ্জ্বল সুন্দর সকালে এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি এই পিকনিকের দিনটি প্রাক্তন-ইডব্লিউইউ শিক্ষার্থী ও তাদের বাচ্চাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। ভবিষ্যতেও আয়োজকরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানিয়েছেন।