NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ফ্লোরিডায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ এএম

ফ্লোরিডায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ

ফ্লোরিডায় বিজয় সমাবেশ করেছে সেখানকার আওয়ামী লীগ। বিজয় দিবস উদযাপনের এই সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

তিনি বলেন, ‘৭১ ও ‘৭৫ এর ষড়যন্ত্রকারীরা বসে নেই। ওরা আজ দেশ-বিদেশে জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যেকোনো প্রকারে অস্থিরতা সৃষ্টি করতে তারা মরিয়া। এ অবস্থায় দেশপ্রেমিক প্রবাসীকে সজাগ থাকতে হবে।’

 

১৬ ডিসেম্বর ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত এ বিজয় সমাবেশের শুরুতে এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নাফিজ আহমেদ জুয়েল, সালমা রহমান মিনু, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, তৌহিদুল ইসলাম খান, শেখ আহমেদ বাবুল, জেমী খান, মীম খান, শেখ মাসুদ প্রমুখ। 

বক্তারা বলেন, করোনা এবং ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সৃষ্ট পরিস্থিতির বাইরে নয় বাংলাদেশ। তাই সকল প্রবাসীকে লিগ্যাল চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর উদাত্ত আহ্বান জানান। 

সাদাত উদ্দীন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়

এতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ষ্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ হাসান, রানা খান, স্টেট আওয়ামী লীগের নেতা তৌফিক আহমেদ, চেমন উদ্দীন, আমিনুল ইসলাম বাবু, ডাক্তার আজমা আক্তার রুবি, এরিনা খান, ডলি আহমেদ, বিথি আক্তার, ফাহমিদা জহির , খোদেজা শিকদার , মো: জহির, আয়শা সিকদার, আব্বাস আলি খান, শিলা দাশ প্রমুখ।

মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সালমা রহমান মিনু। শেষে বিজয়ের আমেজে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রুবি রউফ, সাজ্জাদুর রহমান বাপ্পী, সাহিরা উদ্দীন।