NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বিগ ব্যাশে বিস্ময়, ১৫ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
বিগ ব্যাশে বিস্ময়, ১৫ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

রীতিমতো বিস্ময়কর ঘটনা! বিগ ব্যাশ যেখানে চার-ছক্কার ঝড় উঠে, রান ফোয়ারার দেখা মেলে সেখানেই কীনা এমন ব্যাটিং বিপর্যয়! অবিশ্বাস্য তেমন ঘটনাই ঘটল অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে। বিগ ব্যাশে ২০ ওভারের ম্যাচে মাত্র ১৫ রানে অলআউট! 

শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে মাত্র ১৫ রানেই ইনিংস শেষ হয়ে যায় সিডনি থান্ডারের। পেশাদার টি-টোয়েন্টি লিগে এটিই সর্বনিম্ন স্কোর। অনাকাংখিত এক বিশ্বরেকর্ড এটি!  বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রানে অলআউটের নজির এটিই।

এমন ম্যাচে রেকর্ড গড়ে ১২৪ রানের বড় ব্যবধানে জিতল অ্যাডিলেড স্ট্রাইকার। মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল সিডনি। এরপর ১৫ রানেই অলআউট। ব্যাটসম্যানরা উইকেটে আসা-যাওয়াতেই থাকলেন ব্যস্ত। 

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৩৯ রান।আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। তারপর কে জানতো জবাব দিতে নেমে এভাবে সর্বনাশের মুখোমুখি হবে সিডনি?

সিডনি থান্ডারের হয়ে ব্যাটিংয়ে ওপেন করেন অ্যালেক্স হেলস ও ম্যাথু জিল্কস। নিজেদের ইনিংসের তৃতীয় বলেই আউট জিল্কস। তারপরের বলে রাইলি রোসোও ধরেন সাজঘরের পথ। প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ১০ রানে তারা হারায় ৮ উইকেট। এরপর ১৫ রানে লআউট। মাত্র ৫.৫ ওভারে শেষ সিডনি। অ্যাডিলেডের হেনরি থর্নটন ও ওয়েস আগারই শেষ করে দেন প্রতিপক্ষকে। থর্নটন ২.৫ ওভারে মাত্র ৩ রানে ৫ উইকেট তুলেছেন। ২ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেন আগার। ম্যাথু শর্ট নেন ১ উইকেট।

ইতিহাস জানাচ্ছে, ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তুরস্ক ২১ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল। তুরস্কের ২১ রানে অলআউট হওয়ার রেকর্ডকে ছাপিয়ে গেল সিডনি।