খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৪ এএম
টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে হুহু করে পানি বাড়ছে সিলেটে নগরীসহ সবকটি উপজেলায়। বেশির ভাগ এলাকার রাস্তাঘাট বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। সন্ধ্যার পর থেকে দ্রুতগতিতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন সিলেটের বানভাসি মানুষ। এ নিয়ে নির্ঘুম রাত পার করছেন তারা।
সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দারা রেজা রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়িতে কোনোদিনই পানি ঢুকেনি। কিন্তু রাত ১০টার পর থেকে আমার বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। চারদিকে এত বন্যার পানি আগে আমি কখনোই দেখিনি। যত সময় যাচ্ছে পানির উচ্চতা ততই বাড়ছে। এ অবস্থায় বাসাবাড়িতে আমার পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যেই রাত পার করছি।
অপরদিকে সিলেট নগরীর আরেক বাসিন্দা সাদিকুর রহমান সোহাগ ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বলেন, এখন রাত ২টা। আমার ঘরে হাঁটু পর্যন্ত পানি। সকাল না হলে পরিবার নিয়ে অন্য কোথাও বেরিয়ে যেতে পারব না। তাই জেগে জেগে ভোরের অপেক্ষা করছি।
হঠাৎ করে পানি বাড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। আবার কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।
সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা সেলিম আহমদ ঢাকা পোস্টকে বলেন, রাত পৌনে ২টায় সিলেট নগরের মোল্লাপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় পানির কারণে যদি কারো বাসাবাড়িতে থাকতে সমস্যা হয়, তাহলে যেন মসজিদে এসে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। এ ঘোষণার পর অনেকে মসজিদে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় আমি পরিবার আত্মীয়-স্বজন নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে রাত পার করছি।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী ঢাকা পোস্টকে জানান, আগামী তিন-চার দিন অবিরত বর্ষণ অব্যাহত থাকবে। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।