NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

দেবের সামনেই রুক্মিণীকে বিয়ের প্রস্তাব!


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ এএম

>
দেবের সামনেই রুক্মিণীকে বিয়ের প্রস্তাব!

টলিউডের জল্পিত জুটি দেব-রুক্মিণী। সাতপাকে বাঁধা না পড়লেও তারা যে আনঅফিসিয়াল স্বামী-স্ত্রী সেকথা টালিগঞ্জ অন্দরের সবার জানা। শুধু অন্দর কেন তাদের ভক্ত-দর্শকেরাও ব্যাপারটা জানেন। এবার দেবের সামনেই তার ‘বিশেষ মানুষ’ রুক্মিণীকে বিয়ের প্রস্তাব দিলেন এক দেব ভক্ত।

সোশ্যাল মিডিয়ার খুদে সেনসেশন ফুগলা। ছোট্ট ফুগলা দেবের খুব বড় ফ্যান। হাজির হয়েছিল বিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ মঞ্চে। সেখানে বিচারকের আসনে ছিলেন দেব ও রুক্মিণী। দুষ্টু বুদ্ধি ধরা দিলো ফুগলার মাথায়। সোজাসুজি জানিয়ে দিলো, বিয়ে করবে দেবের বউকে। ফুগলার ইশারা ছিল দেবের ‘কাছের মানুষ’ রুক্মিণীর দিকেই।

ফুগলার মুখে এমন কথা শুনে তো হকচকিয়ে যান দেব। তবে মজা করে ফুগলাকে দেব জানালেন, ‘আমি রংবাজ, আমার বউকে কী করে বিয়ে করতে চাইলে?’ ফুগলার এমন কথা শুনে লজ্জায় একেবারে লাল হয়ে যান রুক্মিণী। তবে এসবের বাইরে খুদেদের সঙ্গে ‘পাগলু’ গানে নেচেও উঠলেন দেব।

প্রসঙ্গত, রিয়েলিটি শোয়ের পাশাপাশি এই মুহূর্তে ‘প্রজাপতি’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন দেব। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।