NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ পিএম

>
ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

টানা প্রায় ১০ মাস ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে আক্রমণ চললেও সাস্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউরোপের এই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা বেশ বাড়িয়েছে মস্কো। আর এই পরিস্থিতিতে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র।

মূলত ওয়াশিংটনের এই সিদ্ধান্তটি চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেন তার পশ্চিমা অংশীদারদের কাছে বিমান প্রতিরক্ষার জন্য আবেদন জানিয়ে আসছে। মূলত রাশিয়াকে রুখতে ইউক্রেন যেসব সামরিক সহায়তা চায় তার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, স্থল-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন রেথিয়ন টেকনোলজি কর্পোরেশনের তৈরি প্যাট্রিয়ট ধেয়ে আসা মিসাইলকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়া প্যাট্রিয়টকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়।

তবে যুক্তরাষ্ট্র এটি সাধারণত বেশ স্বল্প পরিমাণে সরবরাহ করে থাকে এবং এই কারণে সারা বিশ্বের মার্কিন মিত্ররা এটি পাওয়ার জন্য কার্যত প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।