NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

চলে গেলেন ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৮ এএম

>
চলে গেলেন ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক

মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক। বিবিসি সিটকম ‘হাই-ডি-হাই’তে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

অভিনেত্রীর এজেন্ট ও প্রতিভা অন্বেষণ সংস্থা ‘বেলফিল্ড অ্যান্ড ওয়ার্ড লিমিটেড’-এর ফিল বেলফিল্ড অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় রুথ ম্যাডোক আর নেই। তিনি অসামান্য এক প্রতিভা ছিলেন।’ বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে অভিনেত্রী সপ্তাহের শুরুতে পড়ে গিয়ে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পরে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে মারা যান তিনি।

ম্যাডক বিবিসি ওয়ান সিটকমে ‘হাই-ডি-হাই’তে অভিনয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা লাভ করে। শো’টি ১৯৮০ থেকে আট বছর ধরে চলেছে। ‘ফিডলার অন দ্য রুফ’এবং ‘জিপসি’র মতো থিয়েটার এবং মিউজিক্যাল ভূমিকাতে অভিনয় করেও নিজের উজ্জ্বল ছাপ রেখেছেন অভিনেত্রী। তিনি গানের জন্যও পরিচিতি লাভ করেছিলেন।

১৯৪৩ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন ম্যাডক। সোয়ানসির কাছে লানসামলেটে বেড়ে ওঠেন তিনি। রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট (রাডা) তে প্রশিক্ষণ গ্রহণ করেন ম্যাডক। ১৯৭১ সালের মিউজিক্যাল ‘ফিডলার অন দ্য রুফ’-এর চলচ্চিত্রে ফ্রুমা সারাহ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। এরপর আন্ডার মিল্ক উড, দ্য প্রিন্স এন্ড দ্য পাপার, ভেরি অ্যানি মেরি, জার্নি ম্যান চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

টিভি নাটকের মধ্যে ‘হাই-ডি-হাই’তার সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কাজ। এছাড়া দ্য অ্যাডভেঞ্চার গেইম, লিটল ব্রেইন, ডক্টরসও, বেনিডর্ম এর মতো নাটকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন টিভি ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।