খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৬ এএম
স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানের রচয়িতা, ভাষা সৈনিক, প্রথিতযশা সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।’ মেয়ে বিনীতা চৌধুরীর ক্যান্সারে মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই, ৩৫ দিন পর আজ ১৯শে মে বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তীতুল্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
সংগঠনের পক্ষে এক শোক বিবৃতিতে বলা হয়, বাঙালির কাছে আবদুল গাফফার চৌধুরী এক সুপরিচিত নাম, রাজনীতিসহ নানা বিষয়ে তার লেখা মন্তব্য প্রতিবেদন নিয়মিতই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার অন্যতম সৃষ্টি ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…'' কবিতাটি তিনি লিখেছিলেন ১৯৫২ সালে৷ দেশে তখন ভাষা আন্দোলন চলছিল, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাস্তায় তখন আপামর জনতা৷ ২১শে ফেব্রুয়ারিতে গুলি চলে সেই আন্দোলনে৷ প্রাণ হারান রফিক, জব্বার, সালাম, বরকতরা। শহীদ রফিকের মরদেহ দেখে গাফফার চৌধুরীর মনে হয়েছিল, যেন তার নিজের ভাইয়ের লাশ পড়ে আছে৷ তখনই তার মনে গুনগুনিয়ে ওঠে একটি কবিতা, ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি''৷ সেই কবিতা পরবর্তীতে ২১শে ফেব্রুয়ারির প্রভাতফেরির গানে রূপ নেয়, যা যুগে যুগে বাঙালির হৃদয়ে অমর করে রাখবে সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীকে। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি।
আমরা সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। এই কঠিন সময়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপাটেরর পক্ষ থেকে সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
শোক বিজ্ঞপ্তিতে স্বাক্ষরদাতা-
ফাহিম রেজা নুর, স্বীকৃতি বড়ুয়া, বীর মুক্তি যোদ্ধা ডঃ নুরুন নবী, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, কমিউনিটি লিডার মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি চৌধুরী হারুন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক কৌশিক আহমেদ, সাংবাদিক মাহফুজুর রহমান, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, অর্থনীতিবিদ ডঃ শফিক ইসলাম, ডাঃ টমাস দুলু রায়, সাংবাদিক শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি হাসান আল আব্দুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, লেখিকা নাজনিন সিমন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, স্বীকৃতি বড়ুয়া, রওশন আরা নিপা, শুভ রায়, আহনাফ আলম, গোপাল স্যানাল, আবুল কালাম সোয়েব, রুপা খানম, ইসমাইল হোসেন স্বপন, সেমন্তী ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, ডানা ইসলাম, তোফাজ্জল লিটন, সাইদুর রহমান লিংকন, সাইমুম সোহেল, তাহেরা তারা, প্রমুখ।