NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১১৮ রোগী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১১৮ রোগী

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। তবে এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৮ জন রোগী। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ২১৭ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের ৬১ জন ঢাকার এবং অন্যান্য বিভাগের ৫৭ জন।

 

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রামে বিভাগের ১২ জন। এরপর খুলনা বিভাগের ৯ জন।

 

চলতি ডিসেম্বরের প্রথম নয় দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ৪৫৫ জন। এর মধ্যে মারা যায় নয় জন। আগের মাস নভেম্বরে হাসপাতালে ভর্তি ১৯ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয় ১১৩ জনের। একক মাস এটি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মৃত্যু হয় নভেম্বরে। এর আগের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা গেছেন ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ৫৯ হাজার ৮১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে মারা যায় ২৬৩ জন। ২০১৯ সালে দেশে সবোর্চ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে বছর মৃত্যু হয় ১৬৪ জনের। ২০২০ সালে আক্রান্ত হয় এক হাজার ৪০৫ জন। মারা যায় সাত জন। আর ২০২১ সালে  আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। সে বছর মৃত্যু হয় ৭৫ জনের।