NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

বড় ধরনের ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৬:১২ এএম

বড় ধরনের ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা

আর্ন্তজাতিক ডেস্ক: প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক হাজারেরও বেশি কর্মী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট করেছেন। তাদের ইউনিয়ন জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় ধর্মঘট।

ধর্মঘটকারী কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউজগিল্ড জানিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে ব্যবস্থাপনার অস্বীকৃতিই ধর্মঘটের মূল কারণ।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন টুইটে লিখেছে, নিউ ইয়র্ক টাইমসের এক হাজার ১০০ জনেরও বেশি কর্মী এখন আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন, চার দশকের মধ্যে কম্পানিতে এই প্রথম এত বড় পদক্ষেপ।

 

 

 

নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা এক বিবৃতিতে মার্কিন গণমাধ্যমকে বলেছেন, আলোচনা শেষ হয়ে যায়নি এবং এটি হতাশাজনক যে কোনো অচলাবস্থার মধ্যে না থেকেও কর্মীরা এমন চরম পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে ইউনিয়ন জানিয়েছে, ইউনিয়নের সদস্যরা সবার জন্য একটি ভালো বার্তাকক্ষ পাওয়ার জন্য যা করা দরকার তা-ই করবেন।

সূত্র : এনডিটিভি