খবর প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৪ পিএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা পুনর্বাসনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র বছরে ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গা নেবে বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।