NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

অধিনায়ক হিসেবে সিরিজ জিতে উচ্ছ্বসিত লিটন


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ পিএম

>
অধিনায়ক হিসেবে সিরিজ জিতে উচ্ছ্বসিত লিটন

ভারতের বিপক্ষে ২০১৫ সালের পর ২০২২-এ এসে আবারও ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সেবার টাইগারদের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। চলতি সিরিজে তামিমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান লিটস দাস। আর দায়িত্ব পেয়েই বাজিমাত করলেন তারকা এই ওপেনার। অধিনায়কত্বের শুরুতেই সিরিজ জিতে উচ্ছ্বসিত তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর কথা বলতে গিয়ে লিটন জানান, ‘খুব খুশি। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে জিততে পেরে ভালো লাগছে। আমরা ভেবেছিলাম এমন পিচে ২৪০-২৫০ একটি ভাল স্কোর হবে। শুরুতে চাপে ছিলাম কিন্তু তারা (মাহমুদুল্লাহ ও মিরাজ) দুর্দান্ত খেলেছে। তাদের কথোপকথন কী ছিল জানি না, কিন্তু তারা যা করেছে তা দারুণ ছিল।’

সিরিজ জেতার পরেও লিটন চোখ রাখছেন সিরিজের শেষ ম্যাচে, ‘আমি আমার মেইন বোলারদের শেষের দিকে রাখতে চেয়েছিলাম কারণ দ্বিতীয় ইনিংসে এটা ভালো পিচ ছিল। তাই শুরুর দিকে তাদের দিয়ে খুব একটা বোলিং করাতে পারিনি। পরের ম্যাচেও আমাদের জয়ের জন্যেই ফোকাস থাকবে।’