খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৩ এএম
ঢাকা: পদোন্নতি পেয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। ১১ জুলাই তিনি দায়িত্ব নেবেন।
ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৬ জুন) পদোন্নতি ও পদায়ন-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক ক্যাডারে যোগদানের পর ফাতিমা ইয়াসমিন কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।
মহিলা ও শিশুবিষয়ক এবং প্রতিরক্ষার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দায়িত্ব পালন করেন তিনি।
আরেক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিবকে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।