NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০২:৩২ পিএম

গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

ঢাকা: বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের নতুন ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৪ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। আগের মতো এ ভোটে সিসি টিভি ক্যামেরা থাকবে বলে জানানো হয়।

 

 

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, ‌‘গত ১২ অক্টোবর গাইবান্ধার যে ভোটটি স্থগিত করা হয়েছিল, সেটি আগামী জানুয়ারি মাসের ৪ তারিখ ভোট হবে’।

জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে ভোটে রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে এ ভোটের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ’

এ ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। সিসি ক্যামেরা থাকবে। আগে যেভাবে ভোট হয়েছে, সেভাবেই হবে বলে জানান ইসি সচিব।