NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

সংবিধান নিয়ে মন্তব্য, ট্রাম্পের নিন্দা করল হোয়াইট হাউস


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৮ এএম

সংবিধান নিয়ে মন্তব্য, ট্রাম্পের নিন্দা করল হোয়াইট হাউস

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সংবিধান বাতিলের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। গত শনিবার নিজের প্রতিষ্ঠিত অনলাইন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প আবারও দাবি করেন, তিনিই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। ট্রাম্প ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগও করেন এবং তাঁকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত কি না সে প্রশ্ন তোলেন।

 

তিনি বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগসাজশে তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন।

 

ট্রাম্পের ওই পোস্টের পর হোয়াইট হাউস থেকে নিন্দা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় তথা বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস এটিকে ‘জাতির অন্তঃকরণের ওপর আঘাত’ বলে মন্তব্য করেন।

বেটস এক বিবৃতিতে বলেন, ‘শুধু জিতলেই আপনি দেশকে ভালোবাসবেন তা হতে পারে না। ’ সব মহল থেকেই ট্রাম্পের মন্তব্যের নিন্দা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনেক জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা রিপাবলিকানদের চ্যালেঞ্জ জানিয়েছেন। এরিক সোয়ালওয়েল প্রশ্ন তোলেন, এই (ট্রাম্পের) মন্তব্যের নিন্দা না জানালে দলের (রিপাবলিকান) সদস্যরা কিভাবে আর নিজেদের ‘সাংবিধানিক রক্ষণশীল’ বলে দাবি করবেন।

সূত্র : বিবিসি