NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

যুক্তরাষ্ট্রে অপরাধ দমনে ‘ঘাতক রোবট’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রে অপরাধ দমনে ‘ঘাতক রোবট’

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের পুলিশ ঘাতক রোবট ব্যবহারের অনুমতি পেয়েছে। হত্যা করতে সক্ষম—এমন রোবট ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে শহরের বোর্ড অব সুপারভাইজারস। এই সিদ্ধান্তের ফলে গুরুতর পরিস্থিতিতে বিস্ফোরক দ্রব্য বহন করা রোবট মোতায়েন করতে পারবে পুলিশ।

স্টপ কিলার রোবটস সংগঠনের ক্যাথরিন কনোলি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে হত্যা থেকে মানুষ বিরত থাকতে পারে।

 

 

শহরের পুলিশ বিভাগ এসএফপিডি বলছে, প্রাণঘাতী অস্ত্রবাহী কোনো রোবট বর্তমানে তারা পরিচালনা করছে না। তবে ভবিষ্যতে রোবটকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দেখা যেতে পারে।

সান ফ্রান্সিসকো পুলিশের এক মুখপাত্র বলেন, ‘সহিংস, সশস্ত্র ও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবটকে বিস্ফোরক দ্রব্য দিয়ে সজ্জিত করা হতে পারে। ’

পুলিশ বলছে, সহিংস, সশস্ত্র বা জীবনের জন্য হুমকি হতে পারে—এমন বিপজ্জনক সন্দেহভাজন ব্যক্তিদের দমনে অস্ত্রধারী রোবট ব্যবহার করা হতে পারে। এই পদক্ষেপের সমর্থকরা বলছেন, শুধুু বিপজ্জনক পরিস্থিতিতে এই রোবট ব্যবহার করা হবে। তবে বিরোধীরা বলছে, পুলিশ বাহিনীর আরো সামরিকীকরণের দিকে নজর দিতে পারে কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি