NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ এএম

>
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়াও রাজশাহী বিভাগের আট জেলায় একই সময়ে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও বিকেল থেকেই আন্তঃজেলা ও বিভাগ পর্যায়ে বাস চলাচল কমতে থাকে। ফলে যাত্রীদেরকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অভিযোগ সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশে নেতা-কর্মীদের আসা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেতাকর্মীদের বিকল্পভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। যেকোনো মূল্যে বিএনপি সমাবেশ সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের সমাবেশ ব্যর্থ করার পরিকল্পনা সফল হবে না। 

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বলেন, ধর্মঘ‌টের সঙ্গে বিএন‌পির মহাসমা‌বে‌শের কো‌নো সম্পর্ক নেই। কারণ এই ১০ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সাথে আলোচনা করে আসছিল বাস মালিক ও শ্রমিকেরা। সরকারের পক্ষ থেকে এই দাবি না মানার কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে। 
 
চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা ও দেশের বিভিন্ন রুটে গড়ে প্রায় পাঁচ শতাধিক বেশি বাস চলাচল করে থাকে।