NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:১৬ পিএম

>
এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’

তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন আল্লু অর্জুন। এই এক সিনেমা দিয়ে রাতারাতি প্যান ইন্ডিয়া সুপারস্টার বনে যান তিনি। এবার রাশিয়াতে মুক্তি পাবে ছবিটি।

গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘পুষ্পা’ বক্স অফিসে ঝড় তোলে। ছবিটির ব্যাপক সফলতার পর ইতোমধ্যে নির্মাতারা এর দ্বিতীয় কিস্তির নির্মাণও শুরু করে দিয়েছেন। দেশ পেরিয়ে এবার সুদূর রাশিয়ার বাজারে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ৮ ডিসেম্বর রাশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা’।

বর্তমানে ছবিটির প্রচারে পুষ্পা টিম আছেন রাশিয়াতে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা আল্লু অর্জুন। যেখানে ‘ঝুকেগা নেহি’ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হন সবাই। ক্যাপশনে লেখেন, ‘পুষ্পা এবার রাশিয়ায়’।

প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পায় সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন আল্লু অর্জুন। শ্রীবাল্লি চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে অভিনয় করেন মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিল। ২০২৪ সালে এটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বড়পর্দায় মুক্তি পাবে।