NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

চীনা দমন-পীড়নের পর বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ট্রুডো


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ এএম

>
চীনা দমন-পীড়নের পর বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ট্রুডো

করোনাভাইরাস মহামারি রুখতে চীনের কঠোর ‘জিরো কোভিড’ পলিসি নিয়ে বিতর্ক বহুদিনের। আর সেই কঠোর নীতির বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভে নামেন চীনের হাজারও মানুষ। এক এক করে টানা পঞ্চম দিনে সেই বিক্ষোভ পৌঁছানোর পর বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমন শুরু করে চীনা কর্তৃপক্ষ।

আর এবার চীনের শাসকগোষ্ঠীর এই দমন-পীড়ন নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, চীনের জনগণকে প্রতিবাদ-বিক্ষোভ করার অনুমতি দেওয়া উচিত। বুধবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রত্যেককে প্রতিবাদ ও নিজেদের মত প্রকাশ করার অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি চীনের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভ কানাডিয়ানরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও মঙ্গলবার জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, চীনের রাজধানী বেইজিংসহ সাংহাই ও উহানের মত বেশ কিছু শহরে হওয়া ওই বিক্ষোভে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। এসব বিক্ষোভে প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগ করার দাবি জানিয়ে স্লোগানও দেওয়া হয়। যা চীনে অত্যন্ত বিরল ঘটনা।

বলা হচ্ছে, এক দশক আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা নেওয়ার পর থেকে এবারই প্রথম এতো বড় বিক্ষোভের ঢেউ উঠল চীনে। অবশ্য করোনা মহামারিতে তিন বছর ধরে কঠোর এই কোভিড প্রতিরোধ নীতি নিয়ে অসন্তোষ প্রায় সময়ই চীনা শহরগুলোতে ফুটে উঠতে দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে কানাডার রাজধানী অটোয়ায় প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডিয়ানরা (চীনের বিক্ষোভ পরিস্থিতি) খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। চীনে প্রত্যেককে নিজেদের মত প্রকাশ করার অনুমতি দেওয়া উচিত। নিজেদের দৃষ্টিভঙ্গি এবং প্রকৃতপক্ষে প্রতিবাদ জানাতে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘চীন জানে যে আমরা মানবাধিকারের পক্ষে দাঁড়াবো। আমরা নিশ্চিত করছি- আমরা তাদের পাশে দাঁড়াবো যারা নিজেদের মত প্রকাশ করছে।’

রয়টার্স বলছে, চীনের পুলিশ মঙ্গলবার বেইজিং এবং সাংহাইতে বিক্ষোভ প্রতিরোধে আরও বেশি বলপ্রয়োগ করেছে। এই বিক্ষোভ মূলত চীনের লক্ষাধিক মানুষের জীবনকে ব্যাহত করেছে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং শি জিনপিংকে পদত্যাগ করার জন্য দুর্বলভাবে হলেও বিরল আহ্বান জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনের কাঠামোর মধ্যেই কেবল অধিকার ও স্বাধীনতা ভোগ করতে হবে।