NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউজিল্যান্ডে দাপট দেখিয়ে জয় বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৯ এএম

>
নিউজিল্যান্ডে দাপট দেখিয়ে জয় বাংলাদেশের

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ নারী দল এখন রয়েছে নিউজিল্যান্ডে। মূল সিরিজে মাঠে নামার আগে অবশ্য একটি করে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ হারলেও জয় পেয়েছে টি-টোয়েন্টিতে। লিংকনে বুধবার নিউজিল্যান্ড নারী একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

টসে জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নারী একাদশ সংগ্রহ করে ১২৪ রান। শুরুতেই কিউই ওপেনার রেবেকা বার্নসকে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরান জাহানারা আলম। এরপরে অবশ্য ৬ রানে বিদায় নেন হোয়াইট ফার্নসরা। দলের হয়ে তিনে নামা কেট এব্রাহিমকে ৩১ বলে ২৬ করে ফেরেন। পরবর্তীতে দলীয় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউই নারী দল।

অবশ্য দলের বাকি ব্যাটাররা, সাচি শাহরির অপরাজিত ৩৪, লেইগ ক্যাসপারেকের ১৩ ও হান্না রোওয়ের অপরাজিত ৩৩ রানে ভর করে ২০ ওভার শেষে ১২৪ রান করে নিউজিল্যান্ড নারী একাদশ। বাংলাদেশ নারী দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ২ ও জাহানারা আলম নেন ১ উইকেট।

স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ নারী দল। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন। এই দুই টাইগ্রেস ওপেনার মিলে করেন ৭৭ রান। ২১ বলে ২৪ রান করে দিলারা ফিরে যান। এরপর দলীয় ৯৫ ও ৯৭ রানে দুই উইকেট হারালেও পরে আর কোন বিপদ ছাড়াই জয় তুলে নেয় বাঘিনীরা।

৪২ বলে ৩৮ রান করেন মুর্শিদা। নিগার সুলতানা জ্যোতি ফেরেন ১৯ বলে ১৯ রান করে। ফারজানা হক (১৭*) ও রুমানা আহমেদ করেন (৯*)।  দুই ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতির দল।