NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা?


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৭ পিএম

>
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা?

‘স্পাইডারম্যান’ জুটি জেনডায়া ও টম হল্যান্ড এক বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছেন। দুজন চুটিয়ে প্রেম করছেন। নতুন খবর হলো, দুজন বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রগুলো এই খবরে সিলমোহর দিচ্ছে। বলছে, শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএস উইকলিকে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জেনডায়া ও টম নিজেদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। ভবিষ্যতেও একে অন্যের সঙ্গে থাকতে চান তারা। সে কারণে শুভ কাজটা সেরে ফেলতে চাইছেন। তবে দুই তারকার কেউই অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

জেনডায়া ও টম হল্যান্ড
জেনডায়া ও টম হল্যান্ড 

জুটি জেনডায়া ও টম হল্যান্ডের প্রথম দেখা হয় ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে। যেখানে ‘স্পাইডারম্যান’ চরিত্রে অভিনয় করেছিলেন টম হল্যান্ড। তার প্রেমিকার চরিত্র করেছিলেন জেনডায়া। তখন দুজনের কারোরই নামডাক ছিল না। ‘স্পাইডারম্যান’ মুক্তির পর রাতারাতি তারকা খ্যাতি পান তারা।

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে টম হল্যান্ড ও জেনডায়ার প্রেমের গুঞ্জন চাউর হয়। কিছুদিন পর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হন দুই তারকা। এরপর নভেম্বরে টম নিজেই জেনডায়ার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। টম ও জেনডায়া জুটি হয়ে পর পর তিনটি ‘স্পাইডার-ম্যান’ সিনেমা করেছেন।