NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনা বিক্ষোভকারীদের পক্ষে কথা বলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৮ পিএম

চীনা বিক্ষোভকারীদের পক্ষে কথা বলল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: চীনে করোনাভাইরাস বিধি-নিষেধবিরোধী বিক্ষোভ দমনে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিবিসি জানিয়েছে, সাংহাইয়ে বিক্ষোভ দমনে মাঠে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। সেখানে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

বিক্ষোভের ছবি তুলতে বাধা দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

বিক্ষোভকারীদের ডিভাইস থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা  হচ্ছে।

 

রয়টার্স জানিয়েছে, চীনা জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, মানুষকে জমায়েত হওয়ার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার সুযোগ দেওয়া উচিত। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে হোয়াইট হাউস।

গত বৃহস্পতিবার জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ওই ভবনটি লকডাউনে থাকার কারণে এতগুলো প্রাণ ঝরেছে বলে বিক্ষোভ হচ্ছে।
সূত্র : রয়টার্স